দ্বীনি দাওয়াতে ইখলাস

বর্ষঃ ১ সংখ্যাঃ ৬
জুন, ২০২৪

দ্বীনি দাওয়াতে ইখলাস

ইঞ্জি. তাহসিন আল মাহি

Views: 129

Share:

দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া প্রত্যেক মুসলিমের ওপর ওয়াজিব। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওয়ারিশ হিসেবে ওলামায়ে কেরামের জন্য এটি ফরযে আইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামের দাওয়াত সাবলীল ভঙ্গিমায় ছুটে চলেছে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত। এজন্য যে কত শত ত্যাগ-তিতিক্ষা স্বীকার করতে হয়েছে তার ইয়ত্তা নেই।

আধুনিক যুগে প্রযুক্তির সাহায্যে দ্বীনের দাঈগণ খুব সহজেই মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন এলাহী আদেশ। মাইলের পর মাইল পথ পায়ে হেঁটে অতীতে দাঈগণ যে দাওয়াত পৌঁছে দিতেন সে সময় তাদের যে ইখলাস ছিলো, আজকের যুগে মনে হচ্ছে তা যেন অনেকটাই ম্রিয়মান। অর্থ ও খ্যাতির মোহ দ্বীনের দাঈগণকে গ্রাস করে বসেছে। গুটিকয়েক ইখলাসসম্পন্ন ওলামায়ে কেরামের জন্য সত্যিকারের দ্বীনের দাওয়াত আজও জারী আছে। নয়তো কবেই তা বিলীন হয়ে যেত!

আল্লাহ তাআলা ধীরে ধীরে আলেমগণকে তুলে নিবেন, কিন্তু ইলম রেখে দিবেন। মূর্খরা সেই ইলমকে চর্চার নামে কলুষিত করবে আর সাধারণ জনগণ আলেমবিমুখ হয়ে সেই মূর্খদেরকে মাসআলা জিজ্ঞাসা করবে। হাদীসে বর্ণিত এসমস্ত ভবিষ্যদ্বাণী আজ যেন আমাদের চোখের সামনে জাজ্বল্যমান। খুতবার মিম্বার কিংবা ওয়াজের মঞ্চ- সর্বত্র যেন এখন আলেমবিমুখ হওয়ার প্রতিযোগিতা।

ফেসবুক কিংবা ইউটিউবে ঢুকলে আজকাল প্রচুর ইসলামিক বক্তা দেখতে পাওয়া যায়। কিন্তু সেই বক্তব্যগুলো হয় অন্তঃসারশূণ্য। সেগুলোর কোনো প্রভাব মানুষের হৃদয়ে পড়ে না। কেননা দ্বীনের তাবলীগ নয়, বরং নিজের খ্যাতি তৈরী করে অর্থোপার্জন করাই এসব বক্তার মূল উদ্দেশ্য। তাই তো দেখা যায় শুদ্ধ উচ্চারণে একটি আরবী শব্দও বলতে না পারা তরুণগুলো বছর না পেরোতেই বেশ ভালো অর্থ-সম্পদের মালিক বনে যায়। আর এদিকে সত্যিকারের আলেমগণকে মানুষ যেন চেনেই না। তাদের টানাপোড়েনের সংসারে কেউ খোঁজ নিয়েও দেখে না।

কিয়ামতের ময়দানে আমলের হিসাব হবে ইখলাস অনুযায়ী। দাওয়াত দিতে গিয়ে যদি সেই ইখলাসটাই না থাকে, তাহলে এত এত আয়োজনের ফায়দা কী? ওলামায়ে কেরামকে মূল্যায়ন করতে শিখুন। আপনাদের মসজিদের মিম্বারে কোনো বক্তাকে জায়গা না দিয়ে ওলামায়ে কেরামকে জায়গা দিন। হয়তো আপনাদেরকে সাময়িক উত্তেজনা খোরাক তারা দিতে পারবেন না, কিন্তু ইলমের মহাসাগর সেঁচে অমূল্য মণি-মুক্তা আপনাদের জন্য উপহার হিসেবে হাজির করবেন ঠিকই।