বর্ষঃ ১ সংখ্যাঃ ২
ফেব্রুয়ারী, ২০২৪
যিকর অন্তরকে সজীব রাখে
ইঞ্জি. তাহসিন আল মাহি
Views: 198
ইসলামী পরিভাষা অনুযায়ী 'যিকর' অর্থ আল্লাহর স্মরণ। যিকর মুমিনের অন্তরে শান্তি যোগায়। দৈনিক পাঁচ ওয়াক্ত নামায আদায়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করার সুবর্ণ সুযোগ আমরা পাই। নামাযের ভেতরে পড়ার মতো প্রচুর তাসবীহ-তাহলীল আছে যেগুলোর প্রতি যত্নশীল হওয়া আবশ্যক। নামাযের ভেতর আমরা যত বেশী যিকরে মনোযোগী হবো, আমাদের নামায তত সৌন্দর্যমণ্ডিত হবে। নামাযের পর তাড়াহুড়া করে উঠে না গিয়ে বিভিন্ন দোয়া পাঠে মনোসংযোগ করুন।
একজন মুমিন ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত সর্বদা যিকরে মশগুল থাকবে। ঘুম থেকে ওঠার দোয়া, খাওয়ার সময় দোয়া, প্রস্রাব-পায়খানা করার দোয়া, ঘুমানোর দোয়া ইত্যাদি যিকরের চর্চা মুমিনের মর্যাদা বৃদ্ধি করে। দৈনন্দিন কথোপকথনে ভালো কোনকিছুতে "আলহামদুলিল্লাহ", বিপদে "ইন্না লিল্লাহ", কোনকিছু করার নিয়ত করলে "ইনশাআল্লাহ", ধন্যবাদ জ্ঞাপনে "জাযাকাল্লাহ" ইত্যাদি বলার মাধ্যমে ইসলামী সংস্কৃতি ব্যাপকভাবে গড়ে তুলুন।
ধর্মনিরপেক্ষ পারিপার্শ্বিকতার প্রভাবে আমাদের অন্তর যেন মৃত না হয়ে যায় সেজন্য প্রতিনিয়ত যিকরের চর্চা করা অত্যাবশ্যক। সামনেই আসছে কুরআন নাযিলের মাস রমযান। আসুন, এই মাসে উত্তম যিকর কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অন্তরকে সজীব করে তোলার চেষ্টা করি। রমযানের বাইরেও প্রতিদিন কুরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলি।
সহীহ হাদীস থেকে চয়ন করে রচনা করা দৈনন্দিন পঠিতব্য দোয়ার বই এখন সহজলভ্য। সেগুলো থেকে দোয়াগুলো মুখস্থ করুন। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে সজীব রাখুন। আমীন।