বর্ষঃ ১ সংখ্যাঃ ৫
মে, ২০২৪
ইস্তিস্কার নামায কি কবুল হচ্ছে না?
ইঞ্জি. তাহসিন আল মাহি
Views: 100
বাংলাদেশের আবহাওয়া দিন দিন চরমভাবাপন্ন হয়ে যাচ্ছে। প্রচণ্ড তাবদাহে প্রাণ যেন ওষ্ঠাগত। এ বছর চুয়াডাঙ্গায় গত ৩০ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে হয় ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। ভীষণ এই তাপমাত্রার জন্য চর্মচক্ষু দ্বারা আমরা সূর্যকে দায়ী হিসেবে দেখতে পেলেও তা মূলত জাহান্নামের নিঃশ্বাস। হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটিই বর্ণনা করেছেন।
এমন দুর্বিষহ তাপদাহ থেকে বাঁচতে দেশের বিভিন্ন জায়গায় ইস্তিস্কা বা বৃষ্টি প্রার্থনার নামায আদায় করা হচ্ছে। কিন্তু ভয়ের বিষয় এই যে, পূর্বে ইস্তিস্কার নামায আদায় করার সাথে সাথে বৃষ্টি দেখা গেলেও এবার আর তা দেখা যাচ্ছে না। তাহলে কি আমরা পাপের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছি, যদ্দরূণ আল্লাহ আমাদেরকে এভাবে শাস্তি দিচ্ছেন? লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
চারিদিকে তাকালে মনে হয় যেন সবাই পাপ কুড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। নারী-পুরুষের অবাধ মেলামেশা নানাভাবে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। লিভ টুগেদার বা লিভ ইন নামের মোড়কে ব্যভিচার আমাদের সমাজে খুব সন্তর্পণে জায়গা করে নিচ্ছে। বিনোদনের নামে নাটক-সিনেমায় বুঁদ হয়ে থাকা জাতিকে ব্যভিচার গেলানো খুবই সহজ।
ইদানীং খবর পাওয়া যাচ্ছে, তাওহীদের দেশ হিসেবে খ্যাত সৌদী আরবে পর্যন্ত নাটক-সিনেমা প্রসারিত হচ্ছে। সেখানকার সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নাটক-সিনেমা তৈরীর জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে, মঞ্চনাটক প্রদর্শিত হচ্ছে, মক্কা শহরে সিনেমা হল খোলা হয়েছে।
কী হচ্ছে না এই মুসলিম উম্মাহর মাঝে! পাপের সাগরে ডুবে থেকেও আমরা নিশ্চিন্তে আনন্দ-উল্লাস করে যাচ্ছি! আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদেরকে ছোট ছোট আযাব দিয়ে সতর্ক করে দিচ্ছেন। তবুও কি আমরা আল্লাহর দিকে ফিরে আসবো না? মৃত্যু আসার পূর্বেই আমরা যেন সকল পাপ বর্জন করে পূর্নাঙ্গ মুমিন হতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তাওফীক দান করেন। আমীন।